ব্যালন ডি অর নিয়ে মেসির বিপরীতে অবস্থান অ্যাগুয়েরুর!

পাঁচটি করে ব্যালন ডি অর জিতেছেন মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেকের মতেই এবার সেটা হতে যাচ্ছে ৫:৬। রোনালদো পাঁচে থাকলেও বার্সালোনা তারকা এবার জিততে যাচ্ছেন তার ৬ষ্ঠ ব্যালন ডি অর।

এবারের মৌসুমটি দুর্দান্ত কাটিয়েছে লিওনেল মেসি। জিতেছেন স্পানিশ লা লিগা। কোপা ডেল রের ফাইনালে আছে তার দল। একের পর গোল করেছেন তিনি। মৌসুমে সবচেয়ে বেশি গোল তারই। ব্যর্থতা কেবল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া।

তবে ব্যক্তিগত পারফর্মেন্স মেসি সবার থেকে এগিয়ে থাকায় এবার অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ব্যালন ডি অর জিতবেন মেসি এমনটাই ভাবছেন সবাই।

এমন সময়ে ব্যালন ডি অর নিয়ে এক মন্তব্য করে হৈ চৈ ফেলে দিয়েছেন মেসির দেশের আরেক তারকা সার্জিও অ্যাগুয়েরু।

সম্প্রতি তিনি বলেন, ব্যালন ডি অর এমন কারো পাওয়া উচিত যারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে।

অ্যাগুয়েরুর এই কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে ব্যালন ডি অরের জন্য চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠা দুই দল টটেনহাম ও লিভারপুলের কাউকেই আশা করছেন তিনি।

যদিও এটা নিয়ে পরে আরেকটি টুইট করেছেন অ্যাগুয়েরু। যখন মেসির সাথে তুলনা শুরু হয়ে যায় তখন তিনি সেই টুইটে লিখেন, মেসি এই মৌসুমে যেভাবে খেলেছে তাতে তারই এটা প্রাপ্য।