মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। ১০ ওভার বোলিং করে মাত্র ৪৭ রান দিয়েছিলেন এই পেসার।

কিন্তু আজ আরেকবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে সেই তারকাকে নিয়েই শঙ্কায় বাংলাদেশ। অনাকাঙ্খিত এক চোটের কারণে আজকের ম্যাচে হয়তো দর্শক হয়ে যাচ্ছেন এই ক্রিকেটার।

সাইফের এই চোট দলের জন্য অবশ্যই বড় রকমের ধাক্কা। অনুশীলনে কোমরে টান লেগেছে তার। তার চোটকে আপাতত গুরুতর কিছু মনে না হলেও সামনেই যেহেতু বিশ্বকাপ তাই ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ। সেজন্য সতর্কতা হিসেবে তাকে না খেলানো হতে পারে।