বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দারুণ পারফর্মেন্স করে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছিলেন তাসকিন আহমেদ। তবে ইনজুরির কারণে তার দলে ফেরা হয়নি। এরপর এই ইনজুরির দোহাই দিয়েই তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়ে আবু জায়েদ রাহীকে নেয়া হয়। কিন্তু আবু জায়েদ রাহী আয়ারল্যান্ডে এখনো কোন ম্যাচে খেলেনি। শুধু তাই নয়, অনুশীলনও করতে পারেনি সব সমময়। অন্যদিকে তাসকিন আহমেদ প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করার কারণে তাকে মনে ধরেছে নির্বাচকদের।
এর ফলেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আসতে পারে পরিবর্তন এমন গুঞ্জন উঠেছে। পেসার আবু জায়েদের বদলি সুযোগ পেতে পারেন তাসকিন। বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন বিসিবি প্রধান।
পাপন জানান, ‘কোচের একটা পছন্দ আছে, অবশ্যই। ভ্যারিয়েশনের দিক থেকে কোচ মনে করেন তাসকিন হলে ভালো হয়। তবে হ্যাঁ, মাশরাফি হোক বা কোচ হোক সবাই কিন্তু এটাও স্বীকার করে- দলে আসা না আসা নির্ভর করে তার ফিটনেস ও ফর্মের উপর।”
বিসিবি প্রধান জানান, তাসকিন দলে ঢুকলেও একাদশে যে জায়গা পাবে সেই বিষয়েও নিশ্চিত নয়। কেননা পেস বোলিং অ্যাটাকে মাশরাফির পাশাপাশি মুস্তাফিজ ও সাইফউদ্দিনের থাকাটা একপ্রকার নিশ্চিত। এছাড়াও রুবেলও রয়েছেন স্কোয়াডে। তবে তাসকিনের সম্ভবনার কথাই জানান তিনি।
পাপন বলেন, ‘মূল স্কোয়াডে কারো আসার সম্ভাবনা আমি দেখি না, আপনাদেরকে তো আগেই বললাম। আপনারা যা বলছেন- রিজার্ভ বেঞ্চে কে আছে। মেইন স্কোয়াড থেকে মাশরাফিকে আমরা বসাবো? ইঞ্জুরড না হলে বসাবো না। মুস্তাফিজকেও আমরা বসাবো না। সাইফউদ্দিন ভালো করছে, সে খেলার সম্ভাবনাই বেশি। সাইফউদ্দিন যদি না খেলতে পারে, রুবেল খেলবে। কাজেই তার পরে কী হবে ওটা তো অনেক পরের ব্যাপার।’
বিসিবি প্রধান, ‘অতিরিক্ত কে খেলবে এটা দেখার জন্য এখনো সময় আছে। আমার মনে হয় না এখনই আমাদের ধরে বলে দিতে হবে যে অমুক আসছে বা অমুক বাদ যাচ্ছে। ২২ তারিখের আগে দল ইংল্যান্ডে দল থাকবে ৫ দিন, দেখি না… সময় তো আছে। এখনই বলার মত কোনো কারণ নেই। তবে লজিক তো আপনাদের বলেছি। তাদের লজিক হচ্ছে তাসকিন এলে ভ্যারিয়েশন বাড়বে।’