মাশরাফির সামনে এখন রাহুল দ্রাবিড়

চলতি ত্রিদেশীয় সিরিজে ১৩ মে ৫ম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ও উইন্ডিজ। সেই ম্যাচে উইন্ডিজের দেওয়া ২৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এজয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। দুর্দান্ত জয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

অধিনায়ক হিসেবে জয়ের দিক দিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে গেছেন মাশরাফি। ভেট্টরি নিউজিল্যান্ডকে ৮২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪১টি জয় ও ৩৩টি ম্যাচে হারের দেখা পেয়েছিলেন। আর মাশরাফি বাংলাদেশকে ৭৫টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২টি জয় এনে দিয়েছেন। হারের দেখা পেয়েছেন ৩১টি ম্যাচে।

এবার মাশরাফির সামনে রাহুল দ্রাবিড়। ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ৪২ ম্যাচে জয় এনে দিয়েছে। তার পাশে অবস্থান করছেন মাশরাফি। দ্রাবিড়ের নেতৃত্বে ৭৯টি ওয়ানডেতে ৪২টি জয় পেয়েছিল ভারত। পরাজিত ৩৩টিতে। এবার একটি জয় হলে দ্রাবিড়কে ছাড়িয়ে যাবেন মাশরাফির।

ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। তিনি ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত ২৩০টি ওয়ানডে নেতৃত্ব দিয়েছেন। জয় পেয়েছেন ১৬৫। আর বিপরীতে পরাজয় ৫১। জয়ের হার ৭৬.১৪ শতাংশ। এই তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, ভারতের মহেন্দ্র সিং ধোনি ও শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা।