মুম্বাইয়ের শিরোপার দিনে জোড়া স্বীকৃতি পেলেন আন্দ্রে রাসেল

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মাত্র ১৪৯ রান করেও চেন্নাই সুপার কিংসকে মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়ে দিয়েছে ১ রানে। ঠিক যেন ফাইনালের মত ফাইনাল। টি টোয়েন্টি ম্যাচে ১৫০ মামুলি টার্গেট বটে। কিন্তু এই মামুলি টার্গেটও গতকাল পাহাড়সম হয়ে দাঁড়ায় চেন্নাই সুপার কিংসের সামনে। মালিঙ্গার শেষ ওভারে নাটকীয় বোলিংয়ে হেরে যায় ধোনির দল।

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলেছে মুম্বাই। তবে মুম্বাইয়ের শিরোপর দিনে জোড়া স্বীকৃতি পেল আন্দ্রে রাসেল। এবারের আইপিএলে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ও টুর্নামেন্টের সুপার স্ট্রাইকার স্বীকৃতি পেলেন আন্দ্রে রাসেল।

এবারের টুর্নামেন্টের আরও সেরা পুরস্কার পেলেন যারা- ইমার্জিং প্লেয়ার- কলকাতা নাইট রাইডার্সের শুভমান গিল। ফেয়ার প্লে- সানরাইজার্স হায়দরাবাদ। দ্রুততম হাফ সেঞ্চুরি- মুম্বাইয়ের হার্দিক পাণ্ডিয়া। ১৭ বলে ৫০ রান।

টুর্নামেন্টের পারফেক্ট ক্যাচ- মুম্বাইয়ের কায়রন পোলার্ড। টুর্নামেন্টের স্টাইলিস্ট প্লেয়ার- কিংস ইলেভেন পাঞ্জাবের কে এল রাহুল। টুর্নামেন্টের গেম চেঞ্জার- মুম্বাই ইন্ডিয়ান্সের রাহুল চাহার।

টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ও টুর্নামেন্টের সুপার স্ট্রাইকার- কেকেআরের আন্দ্রে রাসেল। অরেঞ্জ ক্যাপ- হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার। ৬৯২ রান। পার্পল ক্যাপ- চেন্নাইয়ের ইমরান তাহির। ২৬ উইকেট।