মেসিই লা লিগার ইতিহাসে সেরা খেলোয়াড়: তেবাস

যুগে যুগে অনেক তারকা মহা তারকা স্পানিশ লা লিগায় খেলেছেন। রোনালদিনহো, রোনালদো, রাউল, স্টেফানো, ক্যাসিয়াস, ক্রিশ্চিয়ানো রোনালদো, জাভি, ইনিয়েস্তা, তেলমো জারার মত তারকারা মাতিয়েছেন লা লিগা। তবে এত সব তারকার মধ্যে লা লিগার ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে মেসিকেই মেনে নিচ্ছেন লা লিগা সভাপতি জাভিয়ার তেবাস।

লা লিগার ৯০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন লা লিগা সভাপতি।

এই অনুষ্ঠানে মেসিও একটি পুরষ্কার জিতেন। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

তেবাস বলেন, গত কিছুদিনে যা হয়েছে তা মেসিকে আক্রান্ত করেছে। তবে আমি মনে করিনা যে সে বার্সালোনা ছেড়ে যাবে। সে লা লিগার ইতিহাসে সেরা খেলোয়াড় এবং এখানে তার মত আর কেউ আসবে না।