চলতি ত্রিদেশীয় সিরিজে ১৩ মে ৫ম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ও উইন্ডিজ। সেই ম্যাচে উইন্ডিজের দেওয়া ২৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এরই ফলে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
আর এই ম্যাচ জয়ের পিছনে মোস্তাফিজ-সাকিব-মিরাজকে কৃতিত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্যারিবীয়দের বিরুদ্ধে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছেন মাশরাফিরা।
এদিন টসে জিতে আয়ারল্যান্ডের ব্যাটিং স্বর্গ ম্যালাহাইড স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৭ রান করে। অল্প রানে আটকে দিয়ে ৫ উইকেটের দারুণ এক জয় তুলে নেয় টাইগাররা।
এমন জয়ের দিনে বোলিংয়ে সামনে থেকেই নেতৃত্ব দেন অধিনায়ক মাশরাফি। উইন্ডিজদের বিপক্ষে আগের ম্যাচে বেশ খরুচে মুস্তাফিজ এদিন নিজেকে ঠিকই স্বরূপে ফেরান। ৯ ওভারে ৪৩ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। হয়েছেন ম্যাচ সেরাও। মিরাজ ও সাকিব দুজনেই কিপটে বোলিংয়ে বেশি দূর এগোতে পারেনি ক্যারিবীয়রা।
তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমরা সত্যিই ভালো বল করেছি। শুরুটা ভালো হয়নি, তবে ব্রেকথ্রু পেয়েছি। মাঝের ওভারগুলোতে মুস্তাফিজুর ভালো বল করেছে, সাকিব ও মিরাজও দারুণ ছিল। ফাইনালে যাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা এখন কিছুটা নিশ্চিন্ত হলো, তবে এখনও দু’টি ম্যাচ বাকি, আমরা নিজেদের সেরাটাই দেব, দেখা যাক ফাইনালটা কেমন যায়।’