যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাষ্ট্রে গর্ভপাতের ওপর বিধিনিষেধ আরোপ করে আইন প্রণয়ন করা হয়েছে। আর এই আইনের প্রতিবাদে যৌণ সম্পর্ক থেকে বিরত থাকতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন অভিনেত্রী ও মি টু অ্যাক্টিভিস্ট অ্যালিসা মিলানো।
টুইটারে তিনি লিখেন, মেয়েদের নিজের শরীরের ওপর আইনগত অধিকার না পাওয়া পর্যন্ত আমরা গর্ভধারণের ঝুঁকি নিতে পারি না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘হার্ট বিট বিল’ জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প স্বাক্ষর করেছেন। আগামী বছর থেকে এই আইন কার্যকর হবে।
এই প্রতিবাদে মিলানো টুইটারে লিখেন, আমাদের প্রজনন অধিকার বিলুপ্ত হতে যাচ্ছে। যতদিন শরীরের ওপর নারীর আইনগত নিয়ন্ত্রণ না আসবে ততদিন আমরা গর্ভধারণের ঝুঁকি নিতে পারি না। শরীরের ওপর নিজের একচ্ছত্র অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত যৌন সম্পর্ক করা থেকে বিরত থেকে আমার সঙ্গে যোগ দিন।
মিলানোর এই ঘোষণার পর টুইটারে ঝড় বইছে। পক্ষে বিপক্ষে মন্তব্য হচ্ছে প্রচুর।