ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার শঙ্কায় ভুগছেন জো ডেনলি। গতকাল তিনি প্রধান স্পিনার আদিল রশিদের জায়গায় খেললেও সফল ছিলেন না। একই সাথে ব্যাটিংয়েও সুযোগ পাননি তিনি।
অন্যদিকে মার্ক উডও সুযোগ পাচ্ছেন না নিজেকে প্রমানের। বিশ্বকাপের আগে এই দুই তারকা পাকিস্তানের বিপক্ষে সামনের দুই ম্যাচেই সুযোগ পাবেন বলে জানিয়েছে দলটির অধিনায়ক মরগ্যান।
মরগ্যান বলেন, “সামনে আরও দুটি ম্যাচ আছে পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের কোনটিতে আমরা আশা করি মার্ক উডকে দেখতে পাব।”
“জো ডেনলিও সুযোগ পাবেন। আগামী দুটি ম্যাচের অন্তত একটিতে তাকে সুযোগ দেয়া হবে। এরকম ছোট মাঠে আমরা একজন স্পিনারকেই খেলানোর কথা ভেবেছি। মঈন খেলেছে এবং আমরা ডেনলিকে নিয়েছিলাম অলরাউন্ডার হিসেবে। সুতরাং এটা দুর্ভাগ্য যে সে মাত্র এক ওভার বোলিং করেছে। তবে সে আরেকটি সুযোগ পাবে।”