সপ্তম ফাইনাল কি হবে “লাকি সেভেন”

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মাঠে নামবে বাংলাদেশ। তিন জাতির এই সিরিজে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

এই সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের এটি তৃতীয় ম্যাচ হতে যাচ্ছে। এর আগের দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ।

লাকি সেভেন বলে একটা কথা আছে। ভাগ্য ভালো বুঝাতেই এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। আজকে কি বাংলাদেশ পাবে সেই ভাগ্যের ছোয়া?

বাংলাদেশের এটি সপ্তম ফাইনাল। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এর আগে ৬টি ফাইনাল খেলেছিল বাংলাদেশ। কিন্তু কোনটাতেই শিরোপা জেতা হয়নি। আজকে সপ্তম ফাইনাল কি বাংলাদেশের জন্য ‘লাকি’ হয়ে আসবে?

২০০৯ সাল থেকে ২০১৮ সাল। এই অল্প সময়ের মধ্যেই ৬টি ভিন্ন ভিন্ন টুর্নামেন্টের ফাইনালে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রতিবারই শিরোপার গন্ধ পেয়েও হতাশ হতে হয়েছে তাদের।

পারবে কি এবার চোখের জল মুছে ফেলে শিরোপা জিততে?