সাইফের পরিবর্তে কপাল খুলল যার

ইনজুরিতে পড়েছেন সাইফ উদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল নিশ্চিতের ম্যাচে তাই এই তারকাকে না পাওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশের।

গতকাল অনুশীলনে কোমরে টান লাগে এই অলরাউন্ডারের। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করা সাইফের এই চোট গুরুতর মনে না হলেও তাকে নিয়ে রিস্ক নিতে নারাজ বাংলাদেশ। যার কারণে আজকের ম্যাচে তার না খেলার সম্ভাবনা বেশি।

এদিকে সাইফ যদি না খেলে তাহলে খেলবে কে? অলরাউন্ডারের পরিবর্তে কি ফরহাদ রেজা আসবে দলে?

উত্তরটা হতে পারে রাহী। রাহীকে আয়ারল্যান্ড সফরে সুযোগ দেয়ার উপায় খুজছিল বাংলাদেশ। অবশেষে সাইফের ইনজুরিতে সেই সুযোগটি পেল নির্বাচকরা। তাই এই ম্যাচে রাহীকেই দেখার সম্ভাবনা বেশি।