আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আজকে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। দুটি ম্যাচেই ক্যারিবিয়দের উড়িয়ে দিয়েছিল টাইগাররা।
এবার সেই ওয়েস্ট ইন্ডিজ যখন সামনে, তখন বাংলাদেশের সেরা তারকাই খেলা নিয়ে আছে শঙ্কায়। তিনি সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে পেশিতে টান পড়ায় তার খেলা না খেলা নিয়ে আছে অনিশ্চয়তা।
সাকিব না খেললে বাংলাদেশের ক্ষতি। সেটা যে কত বড় ক্ষতি সেটাই সংবাদ সম্মেলনে বলেছিলেন মাশরাফি।
তিনি বলেন, সাকিব কত গুরুত্বপূর্ন ক্রিকেটার বা কত বড় ক্রিকেটার সেটা আমার মুখ থেকে শুনতে হবে না। সাকিব বাংলাদেশের জন্য কি বা কত গুরুত্বপূর্ন সেটা সবাই জানে। সাকিব যদি না খেলতে পারে তাহলে তাকে মিস করা আমাদের জন্য মোটেও ভালো খবর নয়।