সেই নেত্রী এবার মার খেলেন নিজেই

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল। আর ওই কমিটিতে পদ না পাওয়ায় বিক্ষোভ করেছে পদ বঞ্চিত নেতারা।

কমিটি ঘোষণার পর অযোগ্য, অছাত্র, বিবাহিত, বহিষ্কৃত, অগ্নিসন্ত্রাসে যুক্ত, বিভিন্ন মামলার আসমীদের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদায়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ।

সোমবার ওই বিক্ষোভে দুই দফা হামলায় আহত হয়েছে অন্তত আট জন। এর মধ্যে আছেন ছাত্রলীগের নেত্রী শ্রাবণী শায়লা।

শ্রাবনী শায়লার জন্য কেউ সমবেদনা জানাচ্ছে। কেউ আবার মন্তব্য করছে নেতিবাচক। অনেকেই তার হাতে মারধরের শিকার হওয়া একটি ছবি শেয়ার করছেন।

তারা স্মৃতিচারণ করছেন ২০১৮ সালের ২৩ জানুয়ারির সেই ঘটনাটি। সেদিন ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দে’র ব্যানারে বেশ কিছু শিক্ষার্থী ছাত্রলীগের হামলার বিচারের দাবিসহ চার দফা দাবিতে আধঘণ্টার বেশি উপাচার্যকে অবরুদ্ধ করে তার পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা।

পরে ছাত্রলীগের একটি গ্রুপের নেতৃত্বে ভিসিকে উদ্ধার করে তার কার্যালয়ের নিয়ে যাওয়া হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে আন্দোলনকারীদের ব্যাপক মারধর করে।

সেদিন এ হামলার বেশ কিছু ছবি গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। তবে সবচেয়ে বেশি ভাইরাল হয় যে ছবিটি তাহলো, ছাত্রলীগের এক নারী নেত্রী অন্য এক সাধারণ নারী শিক্ষার্থীর ওপর চড়াও হওয়ার দৃশ্য। আর আক্রমণকারী ওই নেত্রীই হলেন শ্রাবণী শায়লা।

ছবিতে দেখা গেছে, শ্রাবণী এক নারী শিক্ষার্থীর চুল ধরে টেনে ও ওড়না ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে সেসময় দেশজুড়ে নিন্দার ঝড় উঠে।