জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগালেকেও ভয় ধরিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে সেটা মাঠের পারফর্মেন্সে নয়, তার ইনজুরির কারণেই।
মুস্তাফিজ বার বার ইনজুরিতে পড়েছিল। আর তার এই ইনজুরিতে পড়া দেখেই ক্যারিয়ারের খারাপের কথা ভেবেই ভয় পেয়েছিলেন হার্শা ভোগালে।
২০১৭ সালে আইপিএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। এরপর কাউন্টিতে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা।
যার জন্য শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হয় মুস্তাফিজকে। এরজন্য প্রায় ৬ মাস তাকে থাকতে হয় মাঠের বাইরে। এরপর ইনজুরি থেকে ফিরলেও আগের সেই কার্যকারীতা এখনো দেখাতে পারেননি তিনি।
এটা নিয়ে হার্শাভোগালে বলেন, তার ফিরে আসাটা বাংলাদেশের জন্য ইতিবাচক। এক পর্যায়ে আমার মনে ভীতি ধরিয়ে দিয়েছিল সে। ইনজুরির কারণে তার গতি কমে যাবে বা তাকে হারিয়ে ফেলবে বাংলাদেশ এমন শঙ্কা ছিল। তবে শেষ দুই বছরে সে ভালো করেছে।