স্পানিশ কোপা দেল রের ফাইনালে হেরেছে বার্সালোনা। গতরাতে অনুষ্ঠিত ফাইনালে তারা ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে ২-১ গোলে।
এই ম্যাচে বার্সালোনা হারলেও নিজের নামটি অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার হয়ে একমাত্র গোলটি আসে লিওনেল মেসির পা থেকেই। আর তাতেই একটি ঐতিহাসিক রেকর্ডে নাম লেখান এই আর্জেন্টাইন তারকা।
কোপা দেল রের ইতিহাসে লিওনেল মেসি ৬টি ভিন্ন ভিন্ন ফাইনালে গোল করার রেকর্ড গড়েন তিনি।
লিওনেল মেসি গোল করেছে এমন এক লেগের ফাইনালে এই প্রথমবারের মত হারের স্বাদ পেল বার্সালোনা।