অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে জবি শিক্ষার্থীর অকাল মৃত্যু!

ফাহাদ, জবি প্রতিনিধি: গত কয়েকদিনের প্রচন্ড গরমে হিট স্ট্রোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু। জানা যায় মঙ্গলবার ভোরে হিট স্ট্রোকে মারা যায় এই শিক্ষার্থীর। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হিট স্ট্রোকে মারা যাওয়া মিজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্ট্মেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত কয়েকদিন যাবত সে নানা ধরণের মানুষিক চিন্তায় ভোগছিলেন। গত দুইদিন তার মেসে পানি না থাকায় এবং গতকাল মাঝরাত পর্যন্ত জাগার কারণে ভোর ৫ টার দিকে অসুস্থতা অনুভব করে।

অসুস্থতার জন্য তার মেসমেটরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মিজানুর রহমানের রুমমেট বলেন, গত কয়েকদিনের প্রচন্ড গরমে মিজানের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল এবং নানা মানুষিক চিন্তায় করণে তার শারিরীক অবস্থা খুব ভাল ছিল না। আজ ভোরে অবস্থা আশংকা জনক হলে তারা মিজানুর রহমান কে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচন্ড গরম নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেন। এর মাঝে তিনি এক পোস্টে বলেন, মিজান তুই যা চাইবি তাই পাবি কিন্তু একটা জিনিস চাইতে হবে। তবে আমি আমার বাসায় পানি চাইতাম যা দিয়ে আমি গোছল করতে পারবো।

জানা যায় মিজানুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভায়