অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম মারল তরুণী

প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম ছুড়ে মেরেছেন এক তরুণী। তবে ডিমটি ভাঙেনি। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রচারণার সময় এই ঘটনাটি ঘটে। দেশটির ক্যানবেরার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত অ্যালবারি শহরে কান্ট্রি উইমেন অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান চলাকালে ঘটনাটি ঘটে। খবর দিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১৮ মে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। সেখানে তিনি নারীদের ওই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান চলাকালীন এক তরুণী প্রধানমন্ত্রীর মাথায় ডিম ছুড়ে মারেন। যদিও ডিমটি ভাঙেনি। সে সময় হুড়োহুড়িতে একজন বয়স্ক নারী সেখানে পড়ে যান।

এদিকে এ ঘটনায় ওই তরুণীকে গ্রেফতার করে দেশটির পুলিশ। তবে কেন ওই তরুণী প্রধানমন্ত্রীর মাথায় ডিম মেরেছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

এ বিষয়ে প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, এ ধরনের কর্মকাণ্ডকে এ ধরনে ভীরুতা মাত্র।

উল্লেখ্য, গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার বিষয়ে অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী সিনেটর ফ্রেজার অ্যানিং মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় তার মাথায় ডিম ভেঙে ভিডিও ধারণ করেন উইল কনোলি নামে এক তরুণ।