আইপিএলে সানরাইজার্সের তিন ভুল

এবারের আইপিএলে দারুণ অবস্থানে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু শেষ দিকে দলটি তাদের সেরা তারকাদের হারিয়ে দিক হারায় এবং কপাল জোরে এলিমিনেটর ম্যাচে উঠলেও সেখানেই হেরে বিদায় নেয়।

এই টুর্নামেন্টে সানরাইজার্সের সেরা ব্যাটসম্যান ছিল অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। তার সাথে জনি বেয়ারস্টোর জুটি ছিল অসাধারণ। দুই তারকার অনবদ্য জুটি ছিল এবার আইপিএলের সেরা ওপেনিং জুটি।

কিন্তু তার মাঝেও এবার আইপিএলে তিনটি ভুল করেছিল সানরাইজার্স যার কারণে তাদের বিদায় নিতে হয় আসর থেকেই। কি ছিল সেই তিন ভুল?

১. অফ ফর্মে থাকা বিজয় শঙ্কর প্রথম দিকের ম্যাচ গুলোতে মানিশ পান্ডের আগে নেমেছিল। আর এটা দলের উপর প্রভাব পরেছিল।

২. খলিল আহমেদ দারুণ ছিল এবারের আইপিএলে। কিন্তু প্রথম দিকে তাকেই থাকতে হয়েছে একাদশের বাইরে।

৩. বেয়ারস্টো যাওয়ার পর উইলিয়ামসন ছিল ওপেনিংয়ে ভালো অপশন। কিন্তু সেটা ব্যবহার করেনি তারা।