আগামী মৌসুমে বড় বিপদ অপেক্ষা করছে রিয়াল-অ্যাতলেটিকোর

চলতি মৌসুমে লিগে তৃতীয় হয়েছে রিয়াল মাদ্রিদ। আর লিগে দ্বিতীয় হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এই দুই দল আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে।

রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ আছে পট বি তে। যার কারণে পট এ এর শক্তিশালী কোন দলকেই গ্রুপ পর্বে পাচ্ছে এই দুই দল।

২৬টি দল সরাসরি গ্রুপ পর্বে উত্তীর্ণ হয়। চ্যাম্পিয়নস লিগ বিজয়ী এবং ইউরোপা লিগ বিজয়ীর জন্য থাকে আরও দুটি জায়গা। ৩২ দলের চ্যাম্পিয়নস লিগ হলেও প্রথম এই ২৮ দলের মধ্যেই পট এ এর দল গুলো নির্ধারণ হয়ে যায়।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যে দুটি দল উঠেছে তারা এরই মধ্যে লিগে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে আগামী মৌসুমে খেলা নিশ্চিত করেছে। অন্যদিকে বাকি আছে কেবল আর্সেনাল ও চেলসির মধ্যে বিজয়ীর অপেক্ষা।

সব মিলিয়ে পট এ তে থাকা দলগুলো হতে যাচ্ছে- বার্সালোনা, ম্যানসিটি, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেইন্ট জার্মেইন, জেনিত সেন্ট পিটার্সবার্গ, লিভারপুল/টটেনহাম এবং চেলসি/আর্সেনাল।