আজই দানবীয় এই রেকর্ড করে ফেলতে পারেন রাসেল

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ৩ এপ্রিল (শুক্রবার) একমাত্র ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে। আর এই ম্যাচে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন কলকাতার ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

চলতি আইপিএলে কলকাতার হয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন রাসেল। ১২ ম্যাচ খেলে এরই মধ্যে ছক্কা হাঁকানোর হাফসেঞ্চুরি পূরণ করেছেন রাসেল। এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কা রাসেলের।

এই তালিকায় রাসেলের পরই আছে তারই স্বদেশি পাঞ্জাবের ওপেনার ক্রিস গেইল। তিনি এখন পর্যন্ত ৩২টি ছক্কা হাঁকিয়েছেন। তবে গেইল আইপিএলের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর মালিক।

তিনি ২০১২ সালের আইপিএলে ৫৯টি ছক্কা হাঁকিয়েছিলেন। যা কিনা এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড। তবে এবার এই রেকর্ড ভাঙ্গার সুযোগ রয়েছে রাসেলের। গেইলকে ছুঁতে আর তো মাত্র ৯টি ছক্কা দরকার রাসেলের।