আজকেই টাইগারদের ভাগ্য নির্ধারণ

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আধিপত্য দেখাচ্ছে বেশ। আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের নারীরা চ্যাম্পিয়নও হয়েছে। যার ফলে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে। এখন অপেক্ষাটা সেপ্টেম্বরে থাইল্যান্ড পর্বের। আজ বৃহস্পতিবার নির্ধারণ হবে এই প্রতিযোগিতায় কে কার বিপক্ষে মাঠে নামবে।

থাইল্যান্ডে আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে এই ড্র। যেখানে বাংলাদেশ ও প্রথমবারের মতো এএফসির চূড়ান্ত পর্বে পা রাখা ভিয়েতনাম থাকছে পট চারে। আয়োজক থাইল্যান্ড ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন দল উত্তর কোরিয়া থাকছে পট একে। দক্ষিণ কোরিয়া ও জাপান পট দুইয়ে। চাইনা ও অস্ট্রেলিয়া পট তিনে।

এর আগে ২০১৭ সালে এএফসির চূড়ান্ত পর্ব বসেছিল থাইল্যান্ডে। সেই আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে ৯-০ গোলে হেরেছিল উত্তর কোরিয়ার কাছে। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে হেরেছে ৩-০ গোলে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ গোলে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে।