আজ জিতলেই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে ডাবলিনে ম্যাচটি শুরু হবে আজ। ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। আগে দুই দলের পয়েন্টের হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ শেষে পয়েন্ট পাঁচ। এক ম্যাচে বড় জয়, অন্য ম্যাচে বড় হারে পয়েন্টের তালিকায় দ্বিতীয় অবস্থানে তারা। অন্যদিকে, আয়ারল্যান্ডের দুই ম্যাচে অর্জন মাত্র দুই পয়েন্ট। প্রথম ম্যাচে বিশাল হার। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কল্যাণে দুই পয়েন্ট।

এক ম্যাচ জয় ও বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ দুই ম্যাচ শেষে সর্বোচ্চ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে। মালাহাইডের ক্রিকেট মাঠে শনিবার হতে যাওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একটা পরিষ্কার হিসেব নিয়ে নামছে। জিতলেই তাদের তিন জাতি ক্রিকেটের ফাইনাল নিশ্চিত। সেক্ষেত্রে টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটায় একটু নির্ভার হয়ে খেলতে পারবেন অধিনায়ক জেসন হোল্ডারের দল।

শনিবার ছুটির দিন সম্ভবত হানা দিবেনা। আবহাওয়া রিপোর্ট বলছে, আকাশ মেঘলা থাকবে, শীতও তুমুলই থাকবে, তবে বৃষ্টির তেমন আশঙ্কা নেই। ফলে ডাবলিনে আজ আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ তাহলে বৃষ্টি বাধায় পড়ছে না।

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ওপেনিং জুটিতেই ৩৬৫ রানের বিশ্বরেকর্ড গড়ে ফেলেন! সেই ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশাল ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর ক্যারিবীয়রা। আজ ফের সামনে পাচ্ছে আয়ারল্যান্ডকে। আয়ারল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিশাল সেঞ্চুরি হাঁকানো ওপেনার জন ক্যাম্পবেল কাঁধের চোট থেকে সেরে উঠেছেন। তাকে রেখেই একাদশ সাজাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, টুর্নামেন্টে নিজের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের আরেক ওপেনার শেই হোপও এই ম্যাচে বড় কৃতিত্বের সামনে দাঁড়িয়ে। এই টুর্নামেন্টে হ্যাটট্রিক সেঞ্চুরির রেকর্ড হাতছানি দিকে তাকিয়ে আছেন তিনি।