মাঠে নামছে টাইগাররা

আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে গত ১ মে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। আগামী ৭ মে উইন্ডিজ এর বিপক্ষে ম্যাচ দিয়ে ট্রাইনেশন সিরিজের মিশন শুরু করবে বাংলাদেশ।

এর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ হিসেবে আগামীকাল রবিবার আয়ারল্যান্ড উলভসের মুখোমুখি হবে টাইগাররা। ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪.৪৫ মিনিটে।

এর আগে গতকাল শুক্রবার ডাবলিনের পেমব্রক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলন করেছে স্কোয়াডের সকল ক্রিকেটার। দলের সঙ্গে যোগ দিয়েছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। তাছাড়া প্রধান কোচ স্টিভ রোডসের অধীনে দীর্ঘসময় অনুশীলন করেছে পুরো দল।

এদিকে বিশ্বকাপে যাওয়ার আগে এটাই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। এই সিরিজে ভালো খেললে ফুরফুরে মেজাজ ও আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে পারবে টাইগাররা। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এদিকে মূল আসরে অংশ নেওয়ার আগে দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ দল। যার দ্বিতীয়টি ৫ মে উইন্ডিজ ও আয়ারল্যান্ড এর মধ্যকার ম্যাচের দিন অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড:
মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী ,ইয়াসির আলি, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।