আত্মবিশ্বাস বাড়াতে সবাইকে নিয়ে মাশরাফির ছোট্ট মিটিং

আজ শুক্রবার (১৭ মে) ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৩:৪৫ মিনিটে। প্রাথমিক পর্বে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছিল উইন্ডিজ।

এই নিয়ে সপ্তমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলতে নেমেছে বাংলাদেশ। এর আগের ছয়বারের ছয়বারই হেরেছে তারা। এবার সুযোগ আছে প্রথম ফাইনাল জয়ের। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এদিকে, টসের পরই দলের সবাইকে নিয়ে ছোট্ট একটি মিটিং করলে মাশরফি। কারণ টানা ৬ টি ফাইনাল হেরেছেন বাংলাদেশ। আর ৭ম ফাইনাল। আজ জিততে মরিয়া বাংলাদেশ।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশঃ সুনিল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, রেমন রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।