আবারও গম্ভীরকে ধুয়ে দিলেন আফ্রিদি

সাম্প্রতি বাজারে এসেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’। এতে তার ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা জানা-অজানা বিষয় তুলে ধরেছেন। আর আফ্রিদির আত্মজীবনীমূলক বইয়ে সেসব বিষয় প্রকাশ্যে এসেছে এতে পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক তৈরি হচ্ছে।

নিজের আত্মজীবনীতে ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে কড়া ভাষায় সমালোচনা করেছেন আফ্রিদি। আফ্রিদি-গম্ভীরের তিক্ত সম্পর্ক নিয়ে কম খবর হয়নি। একে অপরের বিরুদ্ধে তোপ দাগদে দেখা যায় প্রায়ই। এবার গম্ভীরকে ব্যক্তিত্বহীন বলতেও ছাড়েননি আফ্রিদি।

তিনি বলেন, ‘কিছু শত্রুতা ব্যক্তিগত, কিছু পেশাগত। গম্ভীরের ক্ষেত্রে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ের। গম্ভীর খুবই দাম্ভিক। তার মানসিকতায় সমস্যা আছে। তার কোনও ব্যক্তিত্ব নেই। সে এমন একটা বিরল চরিত্র যাকে ক্রিকেটের বড় লজ্জা বলা যায়। তার আহামরি কোনো রেকর্ড নেই। পুরোটাই দম্ভ।’

গম্ভীরকে কড়া ভাষায় সমালোচনা করেছেন আফ্রিদি বলেন, ‘গম্ভীর এমন আচরণ করে, যেন সে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের মিলিত কিছু। করাচিতে এরকম লোকেদের আমরা সরিয়াল বলি। সহজ ব্যাপার, আমি খুশি ও ইতিবাচক মানুষদের পছন্দ করি। তারা আগ্রাসী ও প্রতিযোগিতাপূর্ণ হলেও সমস্যা নেই। আপনাকে ইতিবাচক হতে হবে। গম্ভীর ইতিবাচক নয়, সবটাই নেগেটিভ।’

এদিকে, এমন ঘটনায় চুপ থাকেননি গৌতম গম্ভীর। তিনিও আফ্রিদের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘আফ্রিদি তুমি একজন উন্মাদ। যাইহোক, আমরা মেডিক্যালের জন্য পাকিস্তানকে এখনও ভিসা প্রদান করছি। আমি নিজে তোমায় সাইকাট্রিস্টের (মনোবিদ) কাছে নিয়ে যাব।’

গম্ভীরের এমন মন্তব্যে পর পাল্টা জবাব দিলেন বুমবুমখ্যাত ক্রিকেটার। করাচিতে নিজের বইয়ের উদ্বোধনে এসে তিনি বলেন, আমার মনে হয়, গম্ভীরেরই কোনো সমস্যা আছে। আমি এখন কয়েকটা হাসপাতালের সঙ্গে কাজ করছি। তাই আমি তার জন্য পাকিস্তানে চিকিৎসার ভালো ব্যবস্থা করতে পারব।

আফ্রিদি বলেন, ভারত সরকার সাধারণত খুব সহজে পাকিস্তানের মানুষকে ভিসা দেয় না। তবে আমি প্রতিবেশি দেশটি থেকে প্রত্যেককে আমাদের দেশে স্বাগত জানাব। আমাদের সরকার ও মানুষ সবসময়ই ভারতীয়দের স্বাগত জানিয়েছে। আর পাকিস্তানে গৌতমের চিকিৎসা করার জন্য আমি ভিসার ব্যবস্থা করে দেব।