আমরা জানি বিশ্বকাপ জিততে কি করতে হয়

২০১৫ সালে অর্থাৎ গত বছরও বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের দলটি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল।

বিশ্বকাপ আসলেই আসল ফর্মে ফিরে আসে অস্ট্রেলিয়া। বলা যায়, বিশ্বকাপ আসলেই দলটির তারকারা সবাই সেরা ছন্দ ফিরে পায়।

তবে ২০১৫ সালের ওই বিশ্বকাপের পর দলের সিনিয়র অনেক তারকাই বিদায় নেয় এবং নতুনদের নিয়ে পথ চলাটা বেশ সুখকর ছিল না।

তারমধ্যেই ওয়ার্নার ও স্মিথ নিষিদ্ধ হয় ক্রিকেট থেকে। তবে নিষেদাজ্ঞা থেকে দলে ফেরায় এখন যেন কিছুটা স্বস্তি পাচ্ছেন দলটির অধিনায়ক ফিঞ্চ।

তিনি বলেন, আমি মনে করি অভিজ্ঞদের স্কোয়াডে থাকা অনেক বেশি উপকারে আসবে। কারণ, তারা জানে কি করতে হবে আর কি করতে হবেনা। তাদের ছাড়া আসলে সিদ্ধান্ত নেয়া কঠিন।

“স্মিথ ও ওয়ার্নার বিশ্বের সেরা ক্রিকেটার। তারা যথেষ্ট মুল্যবান। তারা আমাদের সেরা খেলোয়াড়। কোন চিন্তা ছাড়াই বলতে পারি, তাদের পেয়ে আমরা খুশি।”