আমার জীবনটাই অনিশ্চয়তায় ভরা: ইয়াসির আলি

আগামী ৩০ মে থেকে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে যাওয়া এই বিশ্বকাপের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দল গুলো। বিশ্বকাপের আগে দারুণ একটা সময় পাড় করেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থেকে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে। টানা ছয়-ছয়বারের ব্যর্থতার পর প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতে আত্মবিশ্বাস নিয়েই যাচ্ছে বিশ্বকাপে।

আর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন ইয়াসির আলি। তবে ‘দর্শক’ হয়ে ছিলেন ইয়াসির আলি রাব্বি। কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। তবে সেজন্য অবশ্য একদমই খালি হাতে আসেননি এ তরুণ, নিয়ে ফিরেছেন অভিজ্ঞতা।

এদিকে, বিশ্বকাপ দলে থাকা ১৫ ক্রিকেটারের কেউ ইনজুরি পড়লে যেন সঙ্গে সঙ্গেই বিকল্প পাঠানো যায় সেজন্য রিজার্ভ বেঞ্চে কয়েকজন ক্রিকেটার রেখেছে বিসিবি। সংক্ষিপ্ত সে তালিকায় আছেন ইয়াসির। ফলে ডাক পড়লে যেন বড় মঞ্চে অবদান রাখতে পারেন, সেজন্য প্রস্তুতি নেয়া শুরু করেছেন এলিট ক্যাম্পের অনুশীলনে যোগ দিয়ে।

এ বিষয়ে তিনি বলেন, ‘স্ট্যান্ডবাই হিসেবে আছি, যেকোনো সময় ডাক আসতে পারে। আমার জীবনটাই অনিশ্চয়তায় ভরা, যদি কেউ ইনজুরিতে পড়ে তাহলে আমাকে যেতে হতে পারে। সেভাবে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকব। যতদিন বিশ্বকাপ চলবে সে সময় আমার সম্ভাবনা থাকবে, যেকোনো সময় যেতে হতে পারে।’

প্রথমবারে ডাকে পেয়ে খেলার সুযোগ হয়নি, তবে সামনে সুযোগ চলে আসতে পারে যেকোনো সময়। জাতীয় দলের আঙিনায় আসা এ ক্রিকেটারের ভাবনা তাই বেশ ইতিবাচক। খেলতে না পারা নিয়ে আক্ষেপের বিন্দুমাত্র ছাপ নেই।

ইয়াসির আলি তাই বলছিলেন, ‘সবকিছু চিন্তা করলে আসলে দল আগে। এটা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ না, দেশের স্বার্থ। দেশের জন্য যেটা ভালো আমার মনে হয় ওটাই করেছে। আমার এখানে নেতিবাচক কোনো মনোভাব নেই।’