আর্চারের জোড়া আঘাতে শুরুতে বিপর্যয়ে আফগানিস্তান

বিশ্বকাপের আগে আজকে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামে ইংল্যান্ড। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হয় বিকাল ৩:৩০ মিনিটে। টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক মরগান। বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ দুই। প্রথম ম্যাচে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। আর প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান হারিয়েছিল পাকিস্তানকে। তাই ফুরফুরে মেজাজে আছে তারা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি। জোফরা আর্চারে বলে দলীয় ১৭ রানের মাথায় ফিরে যান ওপেনা হযরতউল্লাহ জাজাই। ৬ বলে ২ চারের সাহয্যে ১১ রান করেন তিনি। শুরুর ধাক্কা কেটে ওঠার আগে আবার আর্চারে আঘাত। ১০ বলে ৩ রান করে ফিরে যান রহমত শাহ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৬ ওভারে ৫ উইকেটে ২৭ রান।

ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (উইকেটকিপার), ইয়ন মরগান (অধিনায়ক) জেসন রয়, জনি বেয়ারস্ট্রো, জেমস ভিনসে, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওয়াকস, টম কুরান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জোফরা আর্চার, লিয়াম ডসন, মার্ক উড, জো রুট।

আফগানিস্তান স্কোয়াড: মোহম্মদ শাহজাদ, গুল্বাদিন নায়েব (অধিনায়ক), হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাশমতাউল্লাহ শহীদী, সামিউল্লাহ শিনওয়ারী, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, দৌলত জাদরান, মুজিব উর রহমান, নূর আলী জাদরান, আফতাব আলম, হামিদ হাসান।