আয়ারল্যান্ড ০-৩ বাংলাদেশ

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের সমান তিনটি ম্যাচই খেলেছে আয়ারল্যান্ড। এই তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলেছে। দুই দলের মধ্যকার অন্য আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

তবে এই তিনটি করে ম্যাচ খেলার পর দুই দলের অবস্থান দুই মেরুতে। বাংলাদেশ যেখানে সবগুলো ম্যাচে জিতেছে সেখানে আইরিশদের অবস্থান সবার শেষে। হেরেছে তারা তিনটি ম্যাচেই।

টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে সবাই ওয়েস্ট ইন্ডিজকেই এগিয়ে রেখেছিল। কিন্ত এখন সেখান থেকে সরে আসার সময় হয়ে গেছে। এই টুর্নামেন্টে এখন সবচেয়ে সেরা দলটি বাংলাদেশই।

বাংলাদেশ নিজেদের তিনটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে ক্যারিবিয়দের হারিয়েছিল ৮ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৬২ রানের টার্গেট বাংলাদেশ ৮ উইকেট এবং পাঁচ ওভার হাতে রেখেই টপকে যায়।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আবার এই দলটির বিপক্ষেই মুখোমুখি হয় তারা। সেখানে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে পরাজিত করে টাইগাররা।

আর তৃতীয় ম্যাচে আইরিশদের দেয়া ২৯৩ রানের টার্গেট বাংলাদেশ টপকে যায় মাত্র ৪৩ ওভারেই।