ইংলিশদের বোলিং তোপে অলআউট আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে আজ মাঠে নামে ইংল্যান্ড। আর এই ম্যাচ দিয়ে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়েছে জ্যামাইকান অলরাউন্ডার জোফরা আর্চারের। ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ৫ ওভার কমিয়ে তা ৪৫ ওভারে আনা হয়।

এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ১৯৮ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৯৯ রান।

আইরিশদের হয়ে পোটারফিল্ড ১৭, স্টার্লিং ৩৩, বালবির্নি ২৯, ডকরেল ২৪, অ্যাডাইর ৩২ ও মুরতাঘ ১২ রান করেন। বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি।

ইংল্যান্ডের হয়ে লিয়াম প্লাঙ্কেট ৪টি, কারান ৩টি, আর্চার, ডেনলি ও রশিদ ১টি করে উইকেট শিকার করেন।

ইংল্যান্ড একাদশঃ জেমস ভিন্স, ডেভিড মালান, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জো ডেনলি, বেন ফোকস (উইকেটরক্ষক), ডেভিড উইলি, জোফরা আর্চার, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, টম কারান।

আয়ারল্যান্ড একাদশঃ উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি, লরক্যান টাকার, কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, জশ লিটল, টিম মুরতাঘ, মার্ক অ্যাডাইর, বয়েড র‍্যাঙ্কিন।