ইংল্যান্ড বিশ্বকাপ দলে সাত অভিবাসী তারকা

নাগরিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে চলে এলেন ইংল্যান্ডে। দুর্দান্ত খেলার কারণে তুলে নিলেন জাতীয় দলের জার্সি। সেটাও আবার একেবারে বিশ্বকাপেই।

কিছুদিন আগেই নাগরিক্ত পরিবর্তন করেছিলেন জোফরা আর্চার। তারপর থেকেই জোর গুঞ্জন তার ইংল্যান্ড দলে খেলা নিয়ে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে একেবারে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলেই।

তবে জোফরা আর্চারই একমাত্র বিদেশী নয় ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডে। আরও আছে ৬ তারকা। তারা কারা?

১. মরগান: ইংল্যান্ড অধিনায়ক মরগানের জন্ম আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডের হয়ে অভিষেকও হয়েছিল তার।

২. বেন স্টোকস: ইংল্যান্ডের অন্যতম ভরসার নাম এই অলআউন্ডার। কিন্তু তার জন্ম নিউজিল্যান্ডে।

৩. মঈন আলী: মঈন আলী ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত।

৪. আদিল রশিদ: মঈন আলীর মত আদিল রশিদও পাকিস্তানি বংশোদ্ভূত।

৫. জেশন রয়: জেশন রয়ের জন্ম আবার দক্ষিণ আফ্রিকাতে।

৬. টম কুরান: জেশন রয়ের মতই কুরানের জন্ম দক্ষিণ আফ্রিকাতে।