উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ক্যারিবিয়ানরা।বাংলাদেশের মাটিতে সিরিজ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে উইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত সিরিজ কাটিয়েছে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও রেকর্ডের ছড়াছড়ি। দুই ওপেনার শাই হোপ-ক্যাম্পবেল গড়েছেন বেশ কিছু রেকর্ড।

অন্যদিকে, একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে হেরে মানসিকভাবে কিছুটা ব্যাকফুটে টাইগাররা। একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড এ দলের কাছে ৮৮ রানে হেরেছেন তারা। তবে সেটিকে প্রস্তুতি বলে ভুলে যেতে চাইছেন সফরকারীরা। প্রতিকূল কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছেন সাকিব-তামিমরা।

ত্রিদেশীয় সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ। প্রথম ম্যাচে একাদশে বড় পরিবর্তনের সুযোগ কম। তামিম ইকবাল-লিটন দাসই ইনিংসের গোড়াপত্তন করবেন। ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়া মিডলঅর্ডারে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদে পাশাপাশি দেখা যেতে পারে নিউজিল্যান্ড সফরে দারুণ করা মোহাম্মদ মিঠুনকে। তবে টিম ম্যানেজম্যান্টের ভাবনায় এই পজিশনে এগিয়ে রয়েছেন সৌম্য সরকারই। আর শেষ দিকে দ্রুত রান তোলার জন্য টিম ম্যানেজম্যান্টের পছন্দ সাব্বির রহমান অথবা সৌম্য সরকার।

উইকেটে ঘাস বেশি থাকলে মিরাজের জায়গায় একাদশে থাকতে পারেন চার পেসার। টেনিস এলবো ইনজুরির কারণে বিশ্রামে রাখা হতে পারে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। এক্ষেত্রে সুযোগ মিলতে পারে ফরহাদ রেজার। আবার তাসকিন আহমেদকেও রাখা হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার/মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।