উত্তেজনা চরমে, পাকিস্তান বিমানকে ‘জোরপূর্বক’ নামিয়েছে ভারত

ভারতীয় বিমান বাহিনী জানিয়েছেন, জর্জিয়া থেকে পাকিস্তানের করাচিগামী একটি এএন-১২ বিমানকে ‘জোরপূর্বক অবতরণ’ করানো হয়েছে।

গতকাল শুক্রবার (১০ মে) আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে বিমানটিকে জয়পুর বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয়। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত পথ ছেড়ে বিমানটি গুজরাটের একটি পয়েন্ট দিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে। অতি তৎপর ভারতীয় বিমান বাহিনীর সামরিক বিমানের সহায়তায় জয়পুরে বিমানটিকে অবতরণ করানো হয়েছে।

সূত্র জানিয়েছেন, পাইলট এবং ক্রুদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আপাতদৃষ্টিতে এ ঘটনাকে ততটা ঝুঁকিপূর্ণ নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এবং পাল্টাপাল্টি বিমান হামলার পর অনির্ধারিত পয়েন্টে বিমানটিকে দেখে সন্দেহ দেখা দেয় ভারতীয় বাহিনীর।