এই কারণেই বিশ্বকাপে তাণ্ডব চালাবে ওয়ার্নার : অ্যারন ফিঞ্চ

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই দলে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

নিষেধাজ্ঞার কারণেই মূলত বর্তমানে ওয়ার্নার তাণ্ডবী রূপে আবির্ভূত হয়েছেন বলেই মনে করছেন দেশটির অধিনায়ক অ্যারন ফিঞ্চ। চলতি আইপিএলে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালিয়েছেন ওয়ার্নার। ১২ ইনিংসে ৮টি হাফসেঞ্চুরি ও ১টিতে সেঞ্চুরিতে ৬৯২ রান করেছেন ওয়ার্নার। এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ রানের মালিক ওয়ার্নার।

ওয়ার্নারের আইপিএলের এই ফর্ম জাতীয় দলেও দেখা যাবে বলেই মনে করছেন ফিঞ্চ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি সে বিশাল ক্ষুধা নিয়ে ফিরেছে। সেটা শুধু আইপিএল তথা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও দাপটের সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছে সে।’

তিনি আরো বলেন, ‘যখন আপনার স্বপ্ন থেকে ১২ মাস দূরে থাকতে হয়, তখন সে যন্ত্রণা আপনাকে আরও বেশি শক্তিশালী করে তোলে। সে একজন অসাধারণ খেলোয়াড়, আমরা জানি সে কী করতে পারে। সামনেও (বিশ্বকাপে) তেমন কিছু হতে যাচ্ছে।’