এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে: মরগ্যান

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের দেয়া ৩৫৮ রানের টার্গেট অনায়াসেই টপকে যায় ৩১ বল বাকি থাকতেই।

বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। আর বিশ্বকাপের আগে এমন পারফর্মেন্স দলকে আরও চাঙ্গা করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করেন দলটির অধিনায়ক মরগ্যান।

ইংলিশ অধিনায়ক বলেন, “যখন ছেলেরা এমন পারফর্ম করে তখন তা ড্রেসিং রুমে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।”

এই ম্যাচে ইংল্যান্ডের সব ব্যাটসম্যানই দারুণ ব্যাটিং করেছে। এর মধ্যে দুর্দান্ত এক শতক করেছে জনি বেয়ারস্টো। মরগ্যান আলাদা করে প্রশংসা করেছেন তারও।

“৩৬০ রান পাঁচ ওভার থাকতেই টপকে যাওয়া সত্যিই দারুণ ব্যাপার আমাদের জন্য। আপনি হয়তো ১৬০ বা ১৭০ কিংবা ২০০ রানও করতে চাইবেন এবং নিজের দলকে এগিয়ে নিতে চাইবেন। আমরা এমনই একটি গ্রুপ যেখানে খেলোয়াড়রা এই মুহুর্তে ১৫০ বা ১৬০ রান বা তারও বেশি করার জন্য প্রতিযোগিতা করছে।”