এক জনের পারফর্মেন্স দিয়ে ভালো করতে পারবেনা বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত নৈপুন্য দেখিয়েছে সৌম্য সরকার। তিনটি ম্যাচ খেলেছেন। তিনটি ম্যাচই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর এই তিনটি ম্যাচেই দারুন নৈপুন্য দেখিয়ে তুলে নিয়েছে হাফসেঞ্চুরি।

ফাইনালে তো রীতিমত ঝড় তুলেছিলেন সৌম্য সরকার। করেছিলেন ঝড়ো অর্ধশতক যা বাংলাদেশকে জয়ের পথে নিয়ে গিয়েছিল।

অন্যদিকে একটি ম্যাচ সুযোগ পেয়েছিল লিটন দাস। এই এক ম্যাচেই অর্ধশতক করেছিলেন তিনি। তবে এই দুই তারকার বড় একটি সমস্যার কথাই দেখিয়ে দিলেন অনিল কুম্বলে।

তিনি বলেন, লিটন দাস এবং সৌম্য সরকারের প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হল তাদের ধারাবাহিকতার অভাব। তামিমের দিকে তাকান, সে দারুণ খেলে। কিন্তু একজনের পারফর্মেন্স দিয়ে বিশ্বকাপ জিততে পারবেন না। বড় কিছু করতে হলে দল হিসেবেই করতে হবে।