এখনো কষ্ট পান ব্রায়ান লারা

ক্যারিবিয়ান জীবন্ত কিংবদন্তি ব্রায়ান লারা। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা নক্ষত্র তিনি। নক্ষত্র ক্যারিবিয়ান আকাশেও। কিন্তু এই আকাশে একটাই অপূর্নতা। সেটা হল কখনো যে বিশ্বকাপ নামক সূর্য্য উদিত হয়নি এই আকাশে।

সম্প্রতি একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে দেয়া একসাক্ষাৎকারে এসব নিয়েই কথা বলেন ব্রায়ান লারা। সেখানে বিশ্বকাপ না জেতার কষ্টের কথা বলেন তিনি।

লারাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপ না জেতাটা তাকে কষ্ট দেয় কিনা?

জবাবে লারা বলেন, যখন বিশ্বকাপ আসে, তখন কষ্ট লাগে। এখন আমার বয়স ৫০ হয়ে গেছে। আমি এখন জিততে পাড়িনা। কিন্তু আমাদের সময়টাকে মেনে নিতে হবে। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল ছিল না। আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমরা চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছি। কিন্তু বিশ্বকাপ জিততে পাড়িনি।