এটা আমাদের বিশ্বকাপে কাজে দিবে

কিছুদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিল ইংল্যান্ড। প্রায় হারতেই বসেছিল সেই ম্যাচে। আয়ারল্যান্ডের দেয়া ১৯৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত ম্যাচটি তারা জিতে নেয় সেই ৬ উইকেট হারিয়েই।

এরপর তারা গতরাতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে জিতেছে ৭ উইকেটে। ম্যাচটি জিততে তাদের খেলতে হয়ে ১৯.২ ওভার পর্যন্ত।

ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। আর বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচ খুব কাজে দিবে বলেই মনে করেন ইংল্যান্ড অধিনায়ক মরগ্যান।

ইংলিশ অধিনায়ক বলেন, “দুটি ক্লোজ ম্যাচ আমাদের জন্য ভালো অনুশীলন হল বিশ্বকাপের আগে। আমি মনে করি সবাই এটা থেকে শিখে সামনে এগিয়ে যাবে। গত তিন দিনের ব্যবধানে তারা দুটি দারুণ চ্যালেঞ্জ মোকাবেলা করেছে।”

“আমরা এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন করেছিলাম। তিনজনের অভিষেকই হল। জোফরা আর্চার, বেন ডাকেট এবং বেন ফোকসের অভিষেক হয়েছে। তাদেরও দারুণ শেখা হল এই ম্যাচ থেকে। দল এখন সঠিক পথেই আছে।”