এবারের বিশ্বকাপে ভেঙে যেতে পারে এই পাঁচ রেকর্ড

বিশ্বকাপে সবচেয়ে দ্রুত অর্ধশতক করেছেন সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। মাত্র ১৬ বলে অর্ধশতক করেছেন তিনি। এবার ইংল্যান্ডের ব্যাটিং পিচে ভেঙে যেতে পারে তার এই রেকর্ড।

শুধু তার এই রেকর্ড নয়, আরও চারটি রেকর্ড ভেঙে যেতে পারে এবারের বিশ্বকাপে। কি সেই রেকর্ড?

১. এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট ২৬টি, যা নিয়েছিল ম্যাকগ্রা। এবার ভেঙে যেতে পারে তার সেই রেকর্ড।

২. বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান ২৩৭। এবার ইংল্যান্ডে মারকাট ব্যাটিংয়ে ভেঙে যেতে পারে সেই রেকর্ডও।

৩. ওয়ানডে ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ রান ৪৮১। এবারের বিশ্বকাপে ভাঙতে পারে সেটাও।

৪. এক বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন শচীন। তার রান ৬৭৩। এবার সেটাও ভেঙে যেতে পারে।