এশিয়া কাপের পরের আসর পাকিস্তানে!

২০০৯ সালে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কার দলের উপর হামলার পর থেকেই আর কোন দল সফর করেনি পাকিস্তানে। সেই থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় নিষিদ্ধ হয়ে আছে।

সাম্প্রতিক সময়ে পিএসএল বা অন্যকিছু ম্যাচ পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হলেও টেস্ট খেলুড়ে কোন দেশকেই তাদের দেশে নিতে পারেনি। আইসিসির কোন টুর্নামেন্টেও আয়োজন করতে পারেনি তারা।

তবে তার মাঝেই এবার বিস্ময়কর এক খবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানিয়েছে, ২০২০ এশিয়া কাপ আয়োজন করবে তারা।

পিসিবির পক্ষ থেকে বলা হয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সভায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের বোর্ড প্রতিনিধিদের উপস্থিতিতে ও সম্মতিতে এই আসর আয়োজনের ভার দেয়া হয়েছে পাকিস্তানকে।

২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের মাস খানেক আগে অনুষ্ঠিত হবে এই এশিয়া কাপ। এশিয়া কাপের গত আসর ওয়ানডে ফরম্যাটে হলেও আগামী আসর অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টিতে।