এইচএস সিতে যেখানে ভর্তি হতে যাচ্ছেন পূজা চেরি

এ বছর রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন ‘পোড়ামন ২’, ‘দহন’ চলচ্চিত্রের নায়িকা পূজা চেরি। ৩.৩৩ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছেন পূজা। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে।

এসএসসি পাশ করে এবার কলেজে ভর্তি হবার পালা, কিন্তু কোন কলেজে ভর্তি হবেন হালের এই চিত্রনায়িকা? এ বিষয়ে নিজেই জানিয়েছেন।

পূজা বলেন, ‘আসলে ভালো বা বড় কোনো কলেজে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই। আমি তো নিয়মিত ক্লাস করতে পারবো না। পড়াশোনাটা বাসাতেই বেশি করতে হবে। তা মোটামুটি একটা মানের কলেজে ভর্তি হবো।

তিনি বলেন, ‘বাসার আশেপাশের কোনো কলেজে ভর্তি হতে চাই। যেহেতু আমরা চাইলে এখন পছন্দমতো কলেজে ভর্তি হতে পারি না সেহেতু আবেদন করেছি। এই তালিকায় রয়েছে মিরপুর কলেজ, বঙ্গবন্ধু কলেজ- এটাও মিরপুরে এছাড়া সিদ্ধেশ্বরী কলেজে আবেদন করেছি। দেখা যাক কোন কলেজে নির্বাচিত হই। আগামী মাসে ফলাফল দেবে সেটার অপেক্ষাতেই আছি।’

হালের জনপ্রিয় এ নায়িকা বলেন, ‘আসলে পড়াশোনাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবার। ইন্টারমিডিয়েটে ফলাফল আরো বেটার করতে চাই। এরপর গ্র্যাজুয়েশন ভালোভাবে সম্পন্ন করবো। পড়াশোনার সাথে কোনো আপোস নয়। হয়তো আমি ক্লাস কম করতে পারছি, কিন্তু সেটা পুষিয়ে দেব বাসায় পড়াশোনা করে।’

ইন্ডাস্ট্রিতে এখন শিক্ষিত মানুষ ছাড়া টিকে থাকা সম্ভব নয় জানিয়ে পূজা বলেন, ‘এখন পড়াশোনা জানা মানুষকে সিলেক্ট করা হয় অভিনয়ের জন্য। পড়াশোনা না জানলে তো অভিনয়ের ক্যারিয়ারও দীর্ঘ হবে না। আর এখন তো যারা অভিনয় করছেন সবাই শিক্ষিত। এজন্য নিজেকে সেভাবেই গড়ে তুলতে চাই।’