ওয়ানডে র‍্যাংকিংয়ে বেড়েছে বাংলাদেশের রেটিং পয়েন্ট

বিশ্বকাপের আগে আইসিসি ওয়ানডে দল গুলোর নতুন রেটিং প্রকাশ করেছে। আর প্রকাশিত এই তালিকায় র‍্যাংকিংয়ে উন্নতি না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

ত্রিদেশীয় সিরিজে শিরোপার জয়ের পর সাত নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট দাড়িয়েছে ৯০। অন্যদিকে ইংল্যান্ডের কাছে হেরে পাকিস্তানের রেটিং পয়েন্ট কমে দাড়িয়েছে ৯৪। তাদের অবস্থান ৬ নম্বরে।

বাংলাদেশের পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেপাল, আরব আমিরাত ও পাপুয়া নিউগিনি।

র‍্যাংকিংয়ে সবার উপরে আছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৫। দুই নম্বরে আছে ভারত। ১২১ পয়েন্ট তাদের। তিনে আছে আফ্রিকা। তাদের পয়েন্ট ১১৫। ১১৩ পয়েন্ট নিয়ে চারে আছে নিউজিল্যান্ড। ১০৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে অস্ট্রেলিয়া।