ও আউট হওয়ার পরই বুঝে গিয়েছিলাম আমরাই জিতছি: মাহেলা

আইপিএল বা টি টোয়েন্টি ম্যাচে ১৫০ মামুলি টার্গেট বটে। কিন্তু এই মামুলি টার্গেটও গতকাল পাহাড়সম হয়ে দাঁড়ায় চেন্নাই সুপার কিংসের সামনে। অর্থাৎ ধোনি এন্ড কোং-দের হারিয়ে চতুর্থবারের মতো আইপিএল জেতার স্বপ্নপূরণ হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মাত্র ১৪৯ রান করেও চেন্নাই সুপার কিংসকে মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়ে দিয়েছে ১ রানে। ঠিক যেন ফাইনালের মত ফাইনাল। সেই ভরপুর উত্তেজনাময় ম্যাচে জয়ের মুকুট পরে নিলো জয়াবর্ধনের দল।

অথচ এই মাহেলাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দলের কোচ ছিলেন। সেই দলটির মালিকপক্ষ ভেবেছিলো তার অধীনে বুঝি তারা, অনেকদুর যেতে পারবেন; কিন্তু তাদের সব আশার গুড়ে বালি। অনেক দুর যাওয়া তো দুরে থাক, সর্বশেষ বিপিএলে মাত্র দুটি ম্যাচ জিতেছিলো এবং হয়েছিল পয়েন্ট টেবিলের একেবারে শেষ দল।

এমন জয়ে তিনি বলেন, ‘ধোনি রানআউট হওয়ার পরই বুঝে গিয়েছিলাম আমরাই জিতছি। কিন্তু ওয়াটো (ওয়াটসন) হিটিং শুরু করলো। এ পর্যায়ে দারুণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত। শেষ মুহূর্তে ডেথ বোলারদের সে কাজে লাগিয়েছে। এতেই আসলে আমাদের জয় সুনিশ্চিত হয়েছে।’