কৃপন সাকিবের অভাব পূরন করবে কে

আজকেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। যে ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই ফাইনালের আগেই বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। চোটের কারণে এখনো অনিশ্চিত সাকিব আল হাসান।

সাকিবের না খেলার সম্ভাবনাই বেশি। আর সেটা হলে বিপদে পড়বে বাংলাদেশ। কতটা বিপদে পড়বে সেটা তো দেখা যাব মাঠেই। তবে তার আগের দুটি ম্যাচে চোখ রাখলে বিপদটা অভাসটা পাওয়া যায় বড়ই।

সাকিব আল হাসান বাংলাদেশের একজন বোলার এবং একজন ব্যাটসম্যান। বোলার সাকিব গত দুই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে একেবারে নড়ারও সুযোগ দেয়নি।

প্রথম ম্যাচে সাকিব ১০ ওভার বোলিং করে রান দিয়েছিলেন মাত্র ৩৩টি। আর দ্বিতীয় ম্যাচে তো আরও কৃপন। রান দিয়েছেন মাত্র ২৭টি।

আজকের ফাইনালে আগের দুই ম্যাচের হারের প্রতিশোধ নিতে চাইবে ক্যারিবিয়ানরা। আর এমন ম্যাচে সাকিবের এই কৃপন বোলিংয়ের অভাবটা বাংলাদেশ কতটা টের পায় সেটাই দেখার বিষয়।