কোচ চাইলে খেলোয়াড়রা জান দিতেও প্রস্তুত

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সব দল। আর কে জিতবে এবারের বিশ্বকাপ তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটাররাও। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন ক্লাইভ লয়েডের পর টানা দুটি বিশ্বকাপ শিরোপা জেতা রিকি পন্টিংয়।

এবার ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের ভূমিকায় থাকবেন রিকি পন্টিং। তার কোচিংয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে শিরোপ ধরে রাখতে মরিয়া অস্ট্রেলিয়া।

গ্লেন ম্যাক্সওয়েল বলে দিয়েছেন, রিকি পন্টিং চাইলে খেলোয়াড়রা জান দিতেও প্রস্তুত।

তবে খেলোয়াড়রা কেন পন্টিংয়ের ওপর এত আস্থা রাখে? বিষয়টি খোলাসা করলেন পন্টিং নিজেই।

তিনি বলেন, আমি মনে করি আমি একজন ইতিবাচক মানসিকতার লোক। আমার মনে হয় কোচিংয়ের একটা বড় অংশ জুড়ে থাকে খেলোয়াড়দের বিশ্বাস করানো যে আসলেই তারা অনেক কিছু করতে পারে। যদি সেটা নাও হয়, তাকে বোঝানো যে সে কী পারে।

রিকি পন্টিং বলেন, আমি কোচিং নিয়ে খুব প্যাশনেট। আমি সবাইকে এখনকার চেয়ে উন্নত করতে চাই। আমি তাদের জিততে দেখতে চাই। আমি প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে আলাদা আলাদাভাবে কাজ করি, মাঠ থেকে সবার শেষে বের হই। নিশ্চিত করি, সব কিছু ঠিকঠাক হয়েছে।