কোহলির সেই যোগ্যতা নেই

বর্তমান সময়ে ব্যাটসম্যানদের মধ্যে সেরা ব্যাটসম্যানের তালিকা করলে সবার আগে আসবে ভারতীয় তারকা বিরাট কোহলির নাম। কিন্তু সেই কোহলির প্রতিপক্ষ ব্যাটসম্যানদের যতটাই শ্বাসন করুক না কেন, একটি ক্ষেত্রে তার যোগ্যতার পরিমাণ খুবই কম। সেটা হল অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে।

ধোনির বাল্যকালের কোচ কেশভ রাজন ব্যানার্জী এমনটাই মনে করেন। তিনি বলেন, ম্যাচ বুঝতে পারা এবং রণকৌশল তৈরি করার ক্ষেত্রে ধোনি অতুলনীয়। কোহলির সেটি নেই।

তিনি বলেন, ধোনির কাছ থেকে অনেক কিছু শেখার আছে কোহলির। যখন ধোনি থাকবে না, তখন কোহলিও কারো কাছ থেকে সাহায্য পাবে না।

এর আগে কোহলি নিজেও স্বীকার করেছিলেন যে, উইকেটের পেছনে ধোনি থাকলে তার জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়।