গাজীপুরের ভায়বহ আগুন

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে একটি বাড়ির নয়টি কক্ষ ও মালামাল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

শুক্রবার (১৭ মে) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন জানান, রাত পৌনে ১১টার দিকে কোনাবাড়ি এলাকার মোঃ হাবিবুর রহমান (নুরু)’র বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুইটি এবং ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে একতলা সেমিপাকা ওই বাড়ির ৯টি কক্ষ ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ঘর ও মালামাল পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।