গ্লেন ম্যাকগ্রার চোখে এবারের বিশ্বকাপে ফেভারিট যে দল

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা এবারের বিশ্বকাপে তার ফেভারিট দলের নাম প্রকাশ করেছেন। তার ফেভারিট সেই দলের নাম হলো স্বাগতিক ইংল্যান্ড।

অর্থাৎ বিশ্বকাপের আয়োজক দেশকেই তিনি তার ফেভারিট দলের তালিকায় রাখছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রথম কোন টুর্নামেন্টে তিনি ইংল্যান্ড কে তার ফেভারিট দল হিসেবে দেখছেন। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ক্রিকেটারের ক্যারিয়ার চলাকালীন সময়ে সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলো ইংল্যান্ড।

২০০৭ সালে অস্ট্রেলিয়ার শিরোপা জেতার পাশাপাশি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সাথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন এই গতি তারকা। তিনি এখন চেন্নাইয়ের এমআরএফ পিস ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্ব পালন করার পাশাপাশি সেখানে তিনি উদীয়মান তরুন ফাস্ট বোলার খুঁজে বের করা ও মেন্টরিংয়ের দায়িত্ব পালন করছেন।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট, ইএসপিএন ক্রিকইনফো কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ওয়ানডেতে ইংল্যান্ড খুব ভালো একটি দল।

এছাড়াও তিনি আরো বলেন, ইংল্যান্ড যেহেতু ফেভারিট দল হিসেবে বিশ্বকাপে যাচ্ছে তাই আশাকরি তারা ভাল কিছু করবে।