চেন্নাই-মুম্বাই ম্যাচে একজনের দিকেই নজর রাখছেন মাহেলা জয়াবর্ধনে

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে। আজকের ম্যাচে যে দল জিতবে সেই দল ফাইনালে উঠে যাবে।

আজকের ম্যাচে মাঠে নামার আগে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আইপিএলের শেষ দিকে ছন্দে থাকা খুব গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতায় সব সময়েই আমরা দ্বিতীয় পর্বে জ্বলে উঠি। যে তিন বার মুম্বাই শিরোপা জিতেছে, সেই মৌসুমে কিন্তু শেষ দিকে ছেলেরা ছন্দে থেকেছে। দেখা যাক কী হয়।’

অন্যদিকে দলের অন্যতম সেরা তারকা হার্দিক পান্ডিয়ার দিকেই নজর রাখছে মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে। চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন হার্দিক। মুম্বাইয়ের তুরুপের তাস তিনি। তাইতো হার্দিকে চোখ রাখছেন মাহেলা।

তিনি বলেন, ‘হার্দিক উইকেটের চারদিকে শট খেলায় বোলারদের পক্ষে ওকে আটকানো মুশকিল হচ্ছে।’