‘ছোট পোশাক পরা মহিলা দেখলেই ধর্ষণ করুন’

সম্প্রতি একটি রেস্তরাঁয় মহিলাদের পোশাক নিয়ে অসংবেদনশীল মন্তব্য করার অভিযোগ উঠল এক মাঝবয়েসি মহিলার বিরুদ্ধে।

শুধু তাই নয়, ছোট পোশাক পরা মহিলাদের ধর্ষণ করতে রেস্তরাঁয় পুরুষকর্মীদের উৎসাহও দিয়েছেন বলে অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে।

এই মন্তব্য করার পর ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের বক্তব্যে অনড়ও থাকলেন তিনি। তাঁর সেই কথোপকথন ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে ১০ মিনিটের ভিডিও, আর তাতেই রাতারাতি ভাইরাল হয়েছেন এই মহিলা। আর সেই ভিডিও আরও একবার প্রশ্ন তুলে দিল, ছোট পোশাক পরার জন্যই কি মহিলাদের ধর্ষণ হয়?

তাছাড়া এর পাশাপাশি উঠে এল আরও একটি প্রাসঙ্গিক বিষয় যে, পোশাকই কি একজন মহিলার হেনস্থা হওয়ার একমাত্র কারণ?

ঘটনাস্থল দিল্লির একটি অভিজাত এলাকা, যেখানে একজন বয়স্ক মহিলাকে দেখা গেল কুর্তি ও লেগিংস পরে, তিনি ভিডিও রেকর্ডিং এই মধ্যেই বলছেন, ‘এই মহিলারা ছোট পোশাক পরেন আর তাতে সকলের নজর কাড়তে চান। মহিলারা ছোট পোশাক পরেন বা নগ্ন হন কারণ তারা যাতে ধর্ষিতা হতে পারেন।’

ঘটনাস্থলে উপস্থিত অনেকেই তাঁর মন্তব্যের প্রতিবাদ করলে তিনি বলেন, ‘তোমাদের ধর্ষণ করা উচিত।’ এখানেই না থেমে রেস্তরাঁয় উপস্থিত পুরুষ কর্মীদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘ছোট পোশাক পরা এই ধরনের মেয়ে সামনে পেলেই আপনাদের ধর্ষণ করা উচিত।’

এদিকে গোটা ভিডিও জুড়ে দেখা যাচ্ছে, মহিলার এমন বক্তব্যের প্রেক্ষিতে সেখানে উপস্থিত কমবয়সী কয়েকজন মহিলা একাধিক প্রশ্ন তুলে বয়স্কাকে ক্ষমা চাইতে বলছেন। গোটা ঘটনার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে গোটা দেশে।

এদিকে যিনি এই ভিডিও শেয়ার করেছেন সেই মহিলার দাবি, তিনি ও তার বন্ধুরা একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে তাকে ওই মহিলা বলেন, ‘ছোট জামা পরার জন্য তার লজ্জিত হওয়া উচিত। আর তার জেরেই এমন ভিডিও।’